১১ আগস্ট ২০২০ সালে ‘হানাফী ফিকহ (Hanafi Fiqh) নামী ফেসবুক গ্রুপের মাধ্যমে আমাদের পথচলা শুরু। বিন্দু বিন্দু করে সেই গ্রুপে আজ আড়াই লক্ষাধিক সদস্য। প্রতিদিন শত শত জীবন – জিজ্ঞাসা প্রশ্ন হয়ে জমা হয় দেশী – বিদেশী বাঙালি মুসলিম ভাই – বোনদের থেকে। মুমিন জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সমস্যা-জটিলতা বিষয়ক সেসব প্রশ্নের উত্তর ও সমাধান দিয়ে থাকেন দেশের প্রসিদ্ধতম ইসলামি আইন কেন্দ্রসমূহের বিজ্ঞ, অভিজ্ঞ ও প্রাজ্ঞ মুফতিগণ। সময়ের চাহিদা, বৈশ্বিক কল্যানচিন্তা ও দীনি ইলম চর্চার অনুপ্রেরণা থেকে জন্ম ‘আহনাফ একাডেমি, বাংলাদেশ’ -এর; যা মূলত হানাফী ফিকহ গ্রুপের বিস্তৃত রূপ। আমাদের এই যাত্রায় আপনাকে সুস্বাগতম।
• বিশুদ্ধ আকিদা – বিশ্বাসের জ্ঞান সর্বসাধারণ বাঙালি মুসলমানের মাঝে ছড়িয়ে দেওয়া।
• হানাফি মাজহাবের বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্ব তুলে ধরা।
• হানাফি আলিমগণের জীবনালেখ্য ও অমর কীর্তিমালার সাথে পরিচয় করিয়ে দেওয়া।
• হানাফি মাজহাব ও অন্যান্য মাজহাব সম্পর্কে সৃষ্ট বিভ্রান্তি ও ভুল ধারণার দালিলিক ও যৌক্তিক পর্যালোচনা করা।
• মুসলিম জীবনের প্রাত্যহিক ও নৈমিত্তিক সমস্যার ইসলামি সমাধান সম্পর্কে অবগত করা।
• ফরজ ইলম কোর্সের মাধ্যমে সর্বস্তরের মুসলিমদের মধ্যে দীন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা।
• বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত বা বিস্তারিত কোর্সের মাধ্যমে বিভিন্ন বিষয়ে শিক্ষিত – সচেতন জনগোষ্ঠী তৈরী করা।
• বিভিন্ন উপলক্ষে ওয়েবিনার, সেমিনার, মিটআপ ইত্যাদির মাধ্যমে পারস্পরিক অনুধাবন, ভ্রাতৃত্ব সৃষ্টি ও ইলমের ক্ষেত্রে মনোযোগী করে তোলা।
ইলম ও দীনের খিদমতের মাধ্যমে রব্বে কারিমের সন্তুষ্টি লাভ করা।
• মুসলিম ভাই – বোনদের খিদমতের মাধ্যমে উভয় জাহানে কামিয়াবি হাসিল করা।
• ইলমে নাফে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সওয়াব লাভের উপায় তৈরী করা।
• নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ প্রচারের মাধ্যমে বিদআত নির্মূলের প্রচেষ্টা করা।
• বিশুদ্ধ আকিদা-বিশ্বাসের দাওয়াহর মাধ্যমে প্রচলিত ভুল ও বিভ্রান্তিকর ধ্যানধারণা ও কুসংস্কার থেকে মুমিনজীবনকে নিরাপদ করার প্রয়াস চালানো।
• সর্বোপরি ইলমের উত্তরাধিকারের যে মহার্ঘ সম্পদ নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের দিয়ে গেছেন তা যথাযথ পন্থায় উপযুক্ত ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া।
Share your knowledge and make a living doing what you love.
সময়ের চাহিদা, বৈশ্বিক কল্যানচিন্তা ও দীনি ইলম চর্চার অনুপ্রেরণা থেকে জন্ম ‘আহনাফ একাডেমি, বাংলাদেশ’ -এর; যা মূলত হানাফী ফিকহ গ্রুপের বিস্তৃত রূপ। আমাদের এই যাত্রায় আপনাকে সুস্বাগতম।
Powered by Karigor Solutions
© 2022 Ahnaf Academy. All Rights Reserved