পরিচিতি

আমাদের পরিচিতি

১১ আগস্ট ২০২০ সালে ‘হানাফী ফিকহ (Hanafi Fiqh) নামী ফেসবুক গ্রুপের মাধ্যমে আমাদের পথচলা শুরু। বিন্দু বিন্দু করে সেই গ্রুপে আজ আড়াই লক্ষাধিক সদস্য। প্রতিদিন শত শত জীবন – জিজ্ঞাসা প্রশ্ন হয়ে জমা হয় দেশী – বিদেশী বাঙালি মুসলিম ভাই – বোনদের থেকে। মুমিন জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সমস্যা-জটিলতা বিষয়ক সেসব প্রশ্নের উত্তর ও সমাধান দিয়ে থাকেন দেশের প্রসিদ্ধতম ইসলামি আইন কেন্দ্রসমূহের বিজ্ঞ, অভিজ্ঞ ও প্রাজ্ঞ মুফতিগণ। সময়ের চাহিদা, বৈশ্বিক কল্যানচিন্তা ও দীনি ইলম চর্চার অনুপ্রেরণা থেকে জন্ম ‘আহনাফ একাডেমি, বাংলাদেশ’ -এর; যা মূলত হানাফী ফিকহ গ্রুপের বিস্তৃত রূপ। আমাদের এই যাত্রায় আপনাকে সুস্বাগতম।

আমাদের লক্ষ্য

• বিশুদ্ধ আকিদা – বিশ্বাসের জ্ঞান সর্বসাধারণ বাঙালি মুসলমানের মাঝে ছড়িয়ে দেওয়া।
• হানাফি মাজহাবের বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্ব তুলে ধরা।
• হানাফি আলিমগণের জীবনালেখ্য ও অমর কীর্তিমালার সাথে পরিচয় করিয়ে দেওয়া।
• হানাফি মাজহাব ও অন্যান্য মাজহাব সম্পর্কে সৃষ্ট বিভ্রান্তি ও ভুল ধারণার দালিলিক ও যৌক্তিক পর্যালোচনা করা।
• মুসলিম জীবনের প্রাত্যহিক ও নৈমিত্তিক সমস্যার ইসলামি সমাধান সম্পর্কে অবগত করা।
• ফরজ ইলম কোর্সের মাধ্যমে সর্বস্তরের মুসলিমদের মধ্যে দীন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা।
• বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত বা বিস্তারিত কোর্সের মাধ্যমে বিভিন্ন বিষয়ে শিক্ষিত – সচেতন জনগোষ্ঠী তৈরী করা।
• বিভিন্ন উপলক্ষে ওয়েবিনার, সেমিনার, মিটআপ ইত্যাদির মাধ্যমে পারস্পরিক অনুধাবন, ভ্রাতৃত্ব সৃষ্টি ও ইলমের ক্ষেত্রে মনোযোগী করে তোলা।

আমাদের উদ্দেশ্য

ইলম ও দীনের খিদমতের মাধ্যমে রব্বে কারিমের সন্তুষ্টি লাভ করা।
• মুসলিম ভাই – বোনদের খিদমতের মাধ্যমে উভয় জাহানে কামিয়াবি হাসিল করা।
• ইলমে নাফে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সওয়াব লাভের উপায় তৈরী করা।
• নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ প্রচারের মাধ্যমে বিদআত নির্মূলের প্রচেষ্টা করা।
• বিশুদ্ধ আকিদা-বিশ্বাসের দাওয়াহর মাধ্যমে প্রচলিত ভুল ও বিভ্রান্তিকর ধ্যানধারণা ও কুসংস্কার থেকে মুমিনজীবনকে নিরাপদ করার প্রয়াস চালানো।
• সর্বোপরি ইলমের উত্তরাধিকারের যে মহার্ঘ সম্পদ নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের দিয়ে গেছেন তা যথাযথ পন্থায় উপযুক্ত ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া।

1000
শিক্ষার্থী
2500
সার্টিফিকেশন
0
শিক্ষক
350
প্রকাশিত কোর্স

আমাদের শিক্ষকগণ

মুফতি আফফান বিন শরফুদ্দীন
সহকারী পরিচালক, জামিআ উসমান বিন আফফান রা., ঢাকা
কো-ফাউন্ডার, আহনাফ একাডেমি বাংলাদেশ
মাওলানা ইসহাক ওবায়দি
শিক্ষকসিনিয়র মুহাদ্দিস, মারকাযুল কুরআন, ঢাকা
কো-ফাউন্ডার, আহনাফ একাডেমি বাংলাদেশ
মুফতি নুরুযযামান নাহিদ
পরিচালক, মারকাযুল আশরাফ লিল বুহুসিল ইসলামিয়া, গাজীপুর
কো-ফাউন্ডার, আহনাফ একাডেমি বাংলাদেশ

শিক্ষক হিসেবে আজই যোগ দিন

Share your knowledge and make a living doing what you love.

ছাত্রদের মতামত

আব্দুল্লাহ
আব্দুল্লাহ
Read More
অর্থহীন লেখা যার মাঝে আছে অনেক কিছু। হ্যাঁ, এই লেখার মাঝেই আছে অনেক কিছু। যদি তুমি মনে করো, এটা তোমার কাজে লাগবে, তাহলে তা লাগবে কাজে। নিজের ভাষায় লেখা দেখতে অভ্যস্ত হও।
হাসান
হাসান
Read More
অর্থহীন লেখা যার মাঝে আছে অনেক কিছু। হ্যাঁ, এই লেখার মাঝেই আছে অনেক কিছু। যদি তুমি মনে করো, এটা তোমার কাজে লাগবে, তাহলে তা লাগবে কাজে। নিজের ভাষায় লেখা দেখতে অভ্যস্ত হও।
যায়েদ
যায়েদ
Read More
অর্থহীন লেখা যার মাঝে আছে অনেক কিছু। হ্যাঁ, এই লেখার মাঝেই আছে অনেক কিছু। যদি তুমি মনে করো, এটা তোমার কাজে লাগবে, তাহলে তা লাগবে কাজে। নিজের ভাষায় লেখা দেখতে অভ্যস্ত হও।